বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০০৯

একটি দূর্নীতিবিরোধী মুক্তিযুদ্ধের অপেক্ষায়



মুক্তিযুদ্ধে যে সদ্যজাত বাঙালী শিশু
শত্রুপক্ষের প্ররোচনায়
বুদ্ধি, সত্তা ও জ্ঞান হারিয়েছিলো
হারিয়েছিলো তার আত্মার-আত্বীয় পরিবারের সকলকে
সে এখন জ্ঞান-বুদ্ধিতে বিশাল হয়েছে
সে এখন জানতে পেরেছে
যে আরেকটা দূর্নীতিবিরোধী মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়েছে
এ সংগ্রাম আমাদের সত্তার সংগ্রাম
এটি আমাদের আত্মপরিশুদ্ধির সংগ্রাম।।

মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০০৯

প্রতিভার অবক্ষয়ের পাঁচালী



এ আঁধারে, অকূল-পাথারে
কেউ কি কারো নয়?
কেউ কেউ কেন তবে কারো
তরে পড়ে রয়?
সকলে কেন ভুল করে
বলে সব্বাই সমান নয়?
অবশ্য প্রতিভায় সমান সকলেরে
দেখি জন্মথেকেই!?

তারপরেতে শুরু হয়
প্রতিভার অবক্ষয়!
সেই হারানোর ক্ষয়
সারাজীবন মন অন্যের ঘাড়ে চাপায়!
অবশেষে একদিন মন কিছু না পাওয়ায়
ব্যথা বয়ে চলে যেতেই হয়!
জীবনটা এভাবেই না-পড়া বই
এর মত বৃথাই কেটে কুটে যায়
সময়ের সাধনাই যে প্রতিভার বাড়া বা বড়াই
কথাটি যেন সকলের মনে রয়
'সাধনই সকলের সত্য পরিচয়'
কথাটি জানিয়েই সমাপ্তির দিকে যাই!