
মুক্তিযুদ্ধে যে সদ্যজাত বাঙালী শিশু
শত্রুপক্ষের প্ররোচনায়
বুদ্ধি, সত্তা ও জ্ঞান হারিয়েছিলো
হারিয়েছিলো তার আত্মার-আত্বীয় পরিবারের সকলকে
সে এখন জ্ঞান-বুদ্ধিতে বিশাল হয়েছে
সে এখন জানতে পেরেছে
যে আরেকটা দূর্নীতিবিরোধী মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়েছে
এ সংগ্রাম আমাদের সত্তার সংগ্রাম
এটি আমাদের আত্মপরিশুদ্ধির সংগ্রাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন