সোমবার, এপ্রিল ০৬, ২০০৯

খোলস,মন আর আত্মা


তুমি কি শুধু আমার বাইরের
খোলসটারেই দেখলে?
এর ভিতরে যে একটা মন আছে
মনের ভিতরে যে একটা আত্মা আছে
জগতের ভুলে সেই মনরে তুমি দেখলে না
সেই আত্মারেও তুমি চিনলে না!

দোলনা থেকে কবর পর্যন্ত খালি
আমার খোলসটাকে নিজের বানানোর লাগি
তোমরা চিহ্ন দিলে, তিলক আঁকলে
নাম রেখে একই গোয়ালের গরু বানালে!
দুনিয়ায় নানান মিথ্যা জটিলতা পাকালে!
‘তার’ সাথে অন্তরে অন্তর বাঁধালে
যারে জীবনেও দেখি নাই, চিনি নাই বা চাই নাই!
খোলসটা কেটে এক টুকরো নিয়ে বললে
এইটা নাকি আরেকটা 'আমি'!
সব্বাইকে বললাম "এই 'আমি' - আমি না!
ওর আত্মা - আমার আত্মা এক না!"
আত্মার ভেতরের কথা হলো এই "তোমরা আমার
জীবনটাকে শুধু শুধু জাহান্নাম বানালে,
দৌড়ের গাড়ী বানিয়ে চাবি মেরে ছেড়ে দিলে
একটা মূহূর্তও ভাবতে দিলে
না যে এই আমিটা কে,ভাবতে দিলে
না সেই 'উপরওয়ালা'র কথা!"

আজ তোমরা যে আবার আমারে
আরেক মাটির দোলনায় শুইয়েছো,জীবনের তরে
শেষবারের মত এই একটা কথা বরাবরই
বলতে চেয়েছিল মন তোমাদেরে
"আমার খোলসটা তোমাদের!
আমার মনটাও তোমাদের হাতের
খেলনা পুতুল মাত্তর!
কিন্তু আত্মাটা আমার
এবং এটাই শেষ সম্বল সবার!
চললাম!?"

কোন মন্তব্য নেই: