
আজ সারাটা দিন কেমন যেন শীত-শীত,
প্রকৃতি বড় বিষাদাচ্ছন্ন
সারাদিন টুপটাপ বৃষ্টি, হাওয়া বইছে বেশ -
এখনও হয়নি পরিশ্রান্ত
আঙ্গুরের থোকাগুলো যদিও দুলছে,
তবু দেয়াল আঁকড়ে পড়ে থাকে যেন
কিন্তু বাতাসের দাপটে প্রতিবারই ঝরাপাতারা ঝরে যাচ্ছে
আর এই দিনটি বড় নিরানন্দ........
আমার জীবন যেন তেমনি আঁধারে ভারাক্রান্ত
মনে সারাদিন বৃষ্টি - হাওয়া বইছে বেশ - হয়নি শান্ত
মন আমার বারে বারে চলে যায়
আবছা মনের জানালায় -
দিগন্ত-বিস্তৃত অতীতে
কিন্তু তবু যৌবনের উচ্চাশা - মোটা দাগে
এত তান্ডবের পরও জেগে থাকে
আর এই দিনটি তো অবশ্যই কাটছে নিরানন্দ........
মন, তুমি শান্ত হও!!
আঁধারের কালো মেঘের ওপারে
জেনো আলো হাসছে
কারন তোমার নিয়তি যে আর সবার মত -
তা আজ জানতে পেরেছো বলে
সবার জীবনে কিছু বৃষ্টি এসে ভিজিয়ে দিতেই হয়
সবার জীবনে কিছু কিছু দিন তো অবশ্যই
অন্ধকারাচছন্ন কাটাতে হয়।।
প্রকৃতি বড় বিষাদাচ্ছন্ন
সারাদিন টুপটাপ বৃষ্টি, হাওয়া বইছে বেশ -
এখনও হয়নি পরিশ্রান্ত
আঙ্গুরের থোকাগুলো যদিও দুলছে,
তবু দেয়াল আঁকড়ে পড়ে থাকে যেন
কিন্তু বাতাসের দাপটে প্রতিবারই ঝরাপাতারা ঝরে যাচ্ছে
আর এই দিনটি বড় নিরানন্দ........
আমার জীবন যেন তেমনি আঁধারে ভারাক্রান্ত
মনে সারাদিন বৃষ্টি - হাওয়া বইছে বেশ - হয়নি শান্ত
মন আমার বারে বারে চলে যায়
আবছা মনের জানালায় -
দিগন্ত-বিস্তৃত অতীতে
কিন্তু তবু যৌবনের উচ্চাশা - মোটা দাগে
এত তান্ডবের পরও জেগে থাকে
আর এই দিনটি তো অবশ্যই কাটছে নিরানন্দ........
মন, তুমি শান্ত হও!!
আঁধারের কালো মেঘের ওপারে
জেনো আলো হাসছে
কারন তোমার নিয়তি যে আর সবার মত -
তা আজ জানতে পেরেছো বলে
সবার জীবনে কিছু বৃষ্টি এসে ভিজিয়ে দিতেই হয়
সবার জীবনে কিছু কিছু দিন তো অবশ্যই
অন্ধকারাচছন্ন কাটাতে হয়।।
রাশিদুল ইসলাম © ২০০৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন