সোমবার, এপ্রিল ০৬, ২০০৯

দূরে কোথাও - দুটি কৃষ্ণপক্ষের পাখী


তুমি কি আজ মিশে যেতে চাও
এই রাত্রির নিস্তব্ধতায়
যাবে কি, বলো যাবে কি
শুধু তোমার কথা ভেবে
কতদিন এমন একটি গান লিখতে চেয়েছি।

নির্জন- পুরো ফাঁকা একটা বাসে
চলো চলে যাই দুজনে
তোমাকে নিয়ে যাবো সেখানে
যেখানে কাঠের পুতুলের
মিছে মায়া ভালবাসা নেই।

আমি তোমার সাথে
সেখানে হেঁটে চলে যেতে চাই - সেই দূরে, বহুদূরে
সে দিনটি হয়ত মেঘাচ্ছন্ন থাকতে পারে
ভ্যানগগের দি হারভেষ্টার বা গ্রিনকর্ন চিত্রকর্মের মত
দিগন্ত বিস্তৃত মাঠ দিয়ে হেঁটে যাব আমি
যেখানে হলুদ শস্যে মাঠ ভরে গেছে
তবুও কি তুমি আমার সাথে পথে পথ মেলাবে না।

চলো চলে যাই পাহাড়ের কোন চূড়ায়
যেখানে তোমাকে আমাকে সদ্য জন্ম নেয়া
দুটি কৃষ্ণপক্ষের পাখী বলে ভ্রম হবে
যা সবাই হয়ত অবাক বিস্ময়ে চেয়ে রবে।

ওখানে আমরা হয়ত এতই নিশ্চিন্ত হয়ে যেতাম যে
সারাদিন একমাত্র বৃষ্টির শব্দেই আমাদের ঘুম ভাঙত
যেমন করে গহীন জঙ্গলের একমাত্র বাড়ীতে
অনেকদিন পর বরষার প্রথম বৃষ্টির
টুপটাপ শব্দ শোনা যায়
সারাটি জীবন এভাবেই যদি
স্বপ্ন আর কল্পনায় সত্যিই কেটে যেত
তবে কেমন হত!
রাশিদুল ইসলাম © ২০০৯



কোন মন্তব্য নেই: